তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেআইনিভাবে লোহার স্ক্যাপ আয়রন পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ। ধৃতদের নাম শেখ সমর, শেখ মিরাজ, এবং সাকু শা,ধৃত তিনজন বীরভূম জেলার বাসিন্দা।
ধৃত তিন জনকে বুধবার সকালে মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার গভীর রাত্রে ধৃত তিনজনকে কাঁকসার মলানদিঘি মুচিপাড়া সড়ক থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ৫৭ কেজি লোহার স্ক্রাপ আয়রন উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে কৃতদের মহকুমা আদালতে পেশ করা হয়।