তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলো এক মোটরসাইকেল আরোহী।ঘটনাটি ঘরেছে আজ সকালে কাঁকসার বসুধার কাছে মোড় গ্রাম রাজ্য সড়কের উপর।দুর্ঘটনার খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনার পরেই মোটর ভ্যান ছেড়ে পালিয়ে যায় চালক।দুর্ঘটনার জেরে মোড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।কাঁকসা থানার পুলিশ মোটর ভ্যান ও মোটরসাইলেটি আটক করে নিয়ে যায় ও রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয় সূত্রে জানা গেছে মোটর ভ্যান টি ১১মাইল থেকে ইলামবাজারের দিকে যাচ্ছিলো।এবং মোটিরসাইকেল টি ইলামবাজার থেকে পানাগড়ের দিকে দ্রুত গতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়।