তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য চড়ালো পানাগড়ের রেলপাড় এলাকায়। মৃত ব্যক্তির নাম সুকান্ত মুখার্জি। আনুমানিক ৫২ বছর বয়সী সুকান্ত মুখার্জির পচা গলা মৃতদেহ উদ্ধার হয় তার বাড়ি থেকে।
প্রতিবেশীরা সকাল থেকে পচা দুর্গন্ধ পেয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য গৌতম বাউরী কে খবর দিলে গৌতম বাউরি কাঁকসা থানার পুলিশকে খবর দিলে। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভেতরে মৃতদেহ পচা গলা অবস্থায় পড়ে থাকতে দেখে।
কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। প্রতিবেশীরা জানিয়েছেন ওই ব্যক্তি বাড়িতে একাই থাকতেন। গত তিন দিন আগে তাকে বাড়ির বাইরে দেখা গেছিল। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু ঘটেছে তা কারোর জানা নেই। ঘটনার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।