তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক পশু চিকিৎসকের মোটরসাইকেলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কাঁকসার হাজরাবেড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে দমকল কে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা শেখ আকবর জানিয়েছেন কাঁকসার ত্রিলোকচন্দ্র পুর গ্রাম পঞ্চায়েতের পিছনেই রয়েছে পশু চিকিৎসালয়।চিকিৎসালয়ের ভিতর থেকে হঠাৎই আগুন জ্বলতে দেখেন তারা।ছুটে গিয়ে তারা দেখেন এক পশু চিকিৎসকের মোটরসাইকেলে আগুন লেগে যায়।
পুলিশ কে খবর দেওয়া হলে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিভাবে আগুন লেগেছে তা জানা যায় নি।