তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- লোহার স্ক্র্যাপ পাচার করার অভিযোগে কাঁকসার বসুধা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।ধৃত দের নাম শেখ মইদুল ও শেখ সালক।ধৃতদের আজ মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই জন বীরভূমের ইলামবাজারের বাসিন্দা।ধৃত দুই জনের কাছ থেকে মোট ৪৮ কেজি লোহার স্ক্র্যাপ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাত্রে কাঁকসার বসুধা বাস স্টান্ডের কাছে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের উপর ওই দুইজনকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় পুলিশের সন্দেহ হলে, কাঁকসা থানার পুলিশ তাদের তল্লাশি করে তাদের কাছ থেকে ৪৮ কেজি লোহার স্ক্র্যাপ উদ্ধার করে।তার পরেই তাদের গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ।