তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলো এক ডাম্পারের চালক।ঘটনাটি ঘটেছে কাঁকসার রাজবাঁধে জাতীয় সড়কের উপর কোলকাতা গামী রাস্তায়।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে ডাম্পারের চালককে দীর্ঘক্ষনের চেষ্টায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা।
কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে আজ ভোর রাতে ডাম্পারটি কোলকাতা যাওয়ার পথে কোনো লরি বা ডাম্পারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে।পুলিশের অনুমান চালক সম্ভবত ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত ডাম্পারের চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।কাঁকসা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্থ ডাম্পারটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।