তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- তৃণমূলের নব জোয়ার কর্মসূচি সফল করতে শুক্রবার বিকালে পানাগড়ের লায়ন্স ক্লাবের সভা কক্ষে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কিষান ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে একটি সভা অনুষ্ঠিত হয়।
এদিন সভায় উপিস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের কিষান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয় ব্রত বৈদ্য, কাঁকসা ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দেবযানী মিত্র,তৃণমূল নেতা সন্দীপ মহল,কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং,জেলার মহিলা নেত্রী স্বপ্না বৈদ্য,কাঁকসা ব্লকের তৃণমূলের সহ সভাপতি হিরন্ময় ব্যানার্জি সহ অন্যান্যরা।
জয়ব্রত বৈদ্য জানিয়েছেন আগামী ১৬ ই মে পশ্চিম বর্ধমান জেলার প্রবেশদ্বার পানাগড়ে অভিষেক বন্দোপাধ্যায় কে স্বাগত জানাতে কৃষকরা হাজির থাকবেন।বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সাথে তিনি সাক্ষাৎ করবেন।
বেশ কয়েকটি সভা ও নানান কর্মসূচিতে যোগ দেবেন।নব জোয়ার কর্মসূচি কিভাবে তারা সফল করবেন সেই নিয়েই কাঁকসা ব্লকের সমস্ত সংগঠনের নেতৃত্বকে নিয়ে তারা সভা করেন।