তনুশ্রী চৌধুরী, পানাগড়: - সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল পাঁচ জন।ঘটনাটি ঘটেছে পানাগর বাই পাশে জাতীয় সড়কের ওপর দুর্গাপুর গামী রাস্তায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ একটি স্করপিও গাড়ি, দুর্গাপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেইনারের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হয়।
কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।এবং দুর্ঘটনাকগ্রস্থ গাড়িটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।