Type Here to Get Search Results !

কারখানার বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ শিশুরা অভিযোগ গ্রামবাসীর

 


সোমনাথ মুখার্জী, লাউদোহা :- কারখানার বিষাক্ত ধোঁয়ায় দিনে দিনে অসুস্থ হচ্ছে গ্রামের শিশুরা। এমনই অভিযোগ তুলে পাণ্ডবেশ্বর এর দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁজরা গ্রামের বাসিন্দারা এলাকার একটা বেসরকারি কারখানার গেট বন্ধ করে বিক্ষোভে সামিল হল ।








দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁঝরা গ্রামের মোট বাসিন্দা সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। ঝাঁঝরা গ্রামের বাসিন্দা তাপস চক্রবর্তী জানান ২০০১ সালে গ্রামের অদূরে এই কারখানা টি তৈরি হওয়ার সময় কারখানা কর্তৃপক্ষ গ্রামের উন্নয়নের বিষয়টি দেখবেন বলে জানিয়েছিলেন। কিন্তু এতগুলো বছরেও কারখানা কর্তৃপক্ষ উদাসীন। কারখানার সিএসআর তহবিলে কোন উন্নয়ন হয়নি এলাকায় বলে অভিযোগ তাপস বাবুর। 








বিক্ষোভকারী অভয়া পাহান নামে গ্রামের এক মহিলা জানান, বাড়ির দরজা বন্ধ করে রাত্রে ঘুমলেও সকালে দেখা যায় ঘরের মধ্যে কারখানার কালো ধোঁয়া এবং কালো ধুলোর আস্তরণ। কারখানা কর্তৃপক্ষের এই অমানবিকতার কারণে এলাকায় বাড়ছে দূষণ যার ফলে এলাকার বাচ্চা শিশুদের মধ্যে দেখা দিচ্ছে নানান ধরনের সর্দি কাশি হাঁপানির মতো রোগ, এমনটাই অভিযোগ ঝাঁঝরা গ্রামের বাসিন্দাদের। 








কারখানার কর্তৃপক্ষ এলাকায় সাবমারসিবল পাম্প লাগিয়ে জল নিয়ে নেওয়ার কারণে এলাকার এই জলসংকট দেখা দিয়েছে। একদিকে তীব্র গরম অন্যদিকে জল সংকট ও দূষণে জেরবার লাউদোহার ঝাঁঝরা গ্রামের বাসিন্দারা। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল থেকেই ঝাঁঝরা গ্রামের পুরুষ ও মহিলাদের একাংশ কারখানা গেটের সামনে বসে পড়ে বিক্ষোভে সামিল হল।







কারখানার দূষণের কারণে গ্রামের লোকের সমস্যার কথার বিষয়ে সংশ্লিষ্ট কারখানার জেনারেল ম্যানেজার সুদীপ মজুমদারকে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দূষণ নিয়ন্ত্রণের জন্য যে মেশিনারি ব্যবহার করা হয়, কয়েকদিন ধরে সেটা খারাপ রয়েছে আর যার ফলেই একটু সমস্যা হয়েছে । যেহেতু এই মেশিনটি বিদেশ থেকে আনা হয় তাই এই কয়েকদিনের জন্য এই সমস্যা তবে। খুব শীঘ্রই মেশিন চলে আসবে এবং এলাকার মানুষের সমস্যার সমাধান হবে বলে সুদীপবাবু জানান ।








 ঘটনার খবর পেয়ে ঘটনার ফলে আসে লাউ দোহার ফরিদপুর থানার পুলিশ। পুলিশের আশ্বাসে বিক্ষোভ তোলে গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, আজ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় কারখানা কর্তৃপক্ষ এবং গ্রামবাসীদের নিয়ে একটা ত্রীপাক্ষিক আলোচনা করবে প্রশাসন । যার ফলেই উঠে আসবে সমস্যার সমাধান এমনটাই মনে করা হচ্ছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad