তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গত কয়েকদিন ধরে দক্ষিণ বঙ্গের অন্যান্য জেলাগুলির পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও প্রায় ৪৫ ডিগ্রি তাপমাত্রা থাকার কারণে অধিকাংশ জায়গায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে।গত কয়েকদিন ধরে কাঁকসার মাধবমাঠে তীব্র জল সংকট দেখা দিয়েছে। এলাকার টিউওয়েল গুলি থেকে যেমন কম পরিমানে জল উঠছে। আবার এলাকায় সমস্ত টাইম কলেও জল সরবরাহ বন্ধ রয়েছে।
ফলে পানীয় জলের সংকট দেখা দিয়েছে গোটা এলাকাজুড়ে।এলাকায় জল সংকট দেখা দেওয়ায় ক্ষোভ বেড়েছে এলাকাবাসীর মধ্যে।তাই এলাকাবাসীর ক্ষোভের সামাল দিতে বৃহস্পতিবার কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ট্যাঙ্কের মাধ্যমে শুরু হয়েছে পানীয় জলের পরিষেবা।
কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য লাল্টু চ্যাটার্জি জানিয়েছেন প্রশাসনকে জানানোর পর।কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।তবে অত্যাধিক গরমের জন্য দু বেলা করে পানীয় জল দেওয়ার দাবি করেছে এলাকার মানুষ।টাইম কলের প্রধান পাইপের কাজ সম্পন্ন হয় নি বলেই সমস্যা বেড়েছে।তবে তারা বিষয়টি নজরে রেখেছেন।যতটা সম্ভব পানীয় জলের সংকট মেটানোর চেষ্টা চলছে।
কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং জানিয়েছেন কাজ চলছে দ্রুত সমাধান হয়ে যাবে।আপাতত প্রতিটি পাড়ায় ট্যাঙ্কের মাধ্যের পানীয় জলের পরিষেবা দেওয়া হবে।