তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল একজন।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ কাঁকসার ধোবারু মোড়ের কাছে পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কের উপর।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ।দুর্ঘটনা জেরে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি অমর দাস জানিয়েছেন একটি ছোট গাড়ি ইলামবাজার থেকে পানাগর এর দিকে আসছিল এবং রান্নার গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি লরি পানাগড় থেকে ইলামবাজারের দিকে যাচ্ছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। গ্যাসের সিলিন্ডার বোঝাই লরিটি রাস্তার উপর উল্টে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালায় লরির চালক।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছোট গাড়ির চালক কে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।