তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- তৃণমূলের প্রাথমিক শিক্ষা সেলের এক সদস্যের নাম শিক্ষা দফতরে পাঠানো হয় প্রশিক্ষণের জন্য। যাকে ঘিরে কাঁকসায় শুরু হয় বিতর্ক।মঙ্গলবার কাঁকসা ব্লকের স্কুল পরিদর্শকের সাথে সাক্ষাৎ করে একগুচ্ছ দাবি স্কুল পরিদর্শকের কাছে রাখেন কাঁকসা ব্লকের তৃণমূল নেতৃত্ব।
উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য, কাঁকসা ব্লকের তৃণমূলের সহ-সভাপতি হিরন্ময় ব্যানার্জি, তৃণমূল নেতা সন্দীপ মহল, পিরু খান, ও তৃণমূল প্রাথমিক শিক্ষা সেলের সদস্যরা।
কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য জানিয়েছেন তৃণমূল শিক্ষা সেলের এক সদস্যকে কারোর সাথে কোনো আলোচনা না করেই প্রশিক্ষনের জন্য নাম পাঠিয়ে দেয় স্কুল পরিদর্শক।যাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
তার অভিযোগ স্কুল পরিদর্শক তৃণমূল শিক্ষা সেলকে কোনভাবেই পাত্তা দিচ্ছেন না।কোনরকম পরামর্শ না করেই তিনি নিজের মতো করে নির্দেশ দিচ্ছেন। এরফলে তৃণমূল শিক্ষা সেল এর মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে দলের প্রতি।
এই সমস্ত বিষয়গুলি নিয়ে তারা আজ দলের পক্ষ থেকে স্কুল পরিদর্শকের সাথে সাক্ষাৎ করে একগুচ্ছ দাবি তারা রাখেন এবং এই বিষয়ে তারা একটা বৈঠক করেন যাতে আগামী দিনে কোনো সমস্যার সৃষ্টি না হয়।