তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- লোহার যন্ত্রাংশ পাচার করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।ধৃত যুবকের নাম সমর সাহা, ধৃত যুবক আউশগ্রামের গোবিন্দপুরের বাসিন্দা বলে জানা গেছে।আজ ভোর রাতে ওই যুবককে কাঁকসার বিরুডিহা এলাকা থেকে গ্রেফতার করে আজ মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবক কাঁকসার বিরুডিহা এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়।কাঁকসা থানার পুলিশ ধৃতকে আটকে তার কাছ থেকে লোহার যন্ত্রাংশ ও লোহার সরঞ্জাম উদ্ধার করে।
পুলিশের অনুমান ওই সমস্ত জিনিস চুরির সামগ্রী এবং ধৃত ব্যক্তি সেগুলি পাচার করছিলো।ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার সময় তার কথায় অসঙ্গতি দেখে পুলিশ তাকে গ্রেফতার করে।