তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- রহস্যজনক ভাবে নিরুদ্দেশ হওয়া ব্যবসায়ীকে উদ্ধার করে শনিবার মহকুমা আদালতে পেশ করলো কাঁকসা থানার পুলিশ।কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে শ্রাবণ গুপ্তা নামের ৩৮ বছর বয়সী ওই ব্যবসায়ী বুধবার সাড়ে ১১ লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন বর্ধমানের উদ্দেশ্যে মহাজনকে টাকা দেওয়ার জন্য।
পর থেকেই তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।।বৃহস্পতিবার ওই ব্যবসায়ীর বাবা কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানানোর পর তদন্তে নামে কাঁকসা থানার পুলিশ।ব্যবসায়ীর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাকে বেনারসের কাশি থেকে রেল পুলিশের সহযোগিতা নিয়ে উদ্ধার করে শুক্রবার রাত্রে কাঁকসা থানায় নিয়ে আসে।
গোটা ঘটনার তদন্তের জন্য পুলিশ রিমান্ড সে ওই ব্যবসায়ীকে শনিবার সকালে মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।আদালতে বিচারকের কাছে জবানবন্দি নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।