সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- রাজ্যের কোষাগার থেকে যে সমস্ত রাজ্য সরকারি কর্মীদের বেতন হয় সেই কোষাগারে ৩৬ টাকা করে অর্থ সংগ্রহ করে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য কো অডি নেশন কমিটির।
বৃহস্পতিবার বর্ধমানে ফেস্টুন ব্যানার সহকারে মিছিল করে পথে নামলেন রাজ্য কো অডিকেশন কমিটি। তাদের দাবি ঋণগ্রস্ত রাজ্য সরকারকে সাহায্য করতে তারা পথে নেমেছেন।
মন্ত্রী আমলাদের বেতন হয় রাজ্য সরকারের তহবিল থেকে সেই তহবিলই এই ৩৬ টাকা করে তুলে জমা দেবেন। এমনটাই জানালেন, পূর্ব বর্ধমান জেলা শাখার রাজ্যকো অডি নেশন কমিটির সম্পাদক বিদ্যুৎ দাস।