Type Here to Get Search Results !

আদিবাসী অধিকার মহাসভার ডাকে রাজভবন চলো যাত্রা এসে পৌঁছালো বর্ধমানে



সংবাদদাতা ,পূর্ববর্ধমান:-  আদিবাসী অধিকার মহাসভার ডাকে দেউচা, পাঁচামি, দেওয়ানগঞ্জ, হরিণশিঙা অঞ্চলে প্রস্তাবিত কয়লা খনি প্রকল্প বাতিলের দাবিতে রাজভবন চলো যাত্রা শুরু হয়েছে গত ১০ এপ্রিল বীড়ভূমের মথুরাপাহাড়ি গ্রাম থেকে।  সিউড়ি, বোলপুর হয়ে বুধবার এই যাত্রা বর্ধমান শহরে পৌঁছায়। 








বর্ধমানের মেহেদী বাগান এলাকা থেকে এই র‍্যালি শুরু হয়। তীর, ধনুক, কাটারি, হাঁসুয়া, তরোয়াল সহ শতাধিক আদিবাসী এই র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালি শেষ হয় বর্ধমান শহরের কার্জনগেট চত্ত্বরে।  র‍্যালি শেষে এখানেই জমায়েত হয়ে বক্তব্য রাখেন র‍্যালিতে অংশগ্রহণকারী আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। 








তাদের দাবী, অবিলম্বে প্রস্তাবিত কয়লা খনি বাতিল করতে হবে, কয়লা খনির নামে বেআইনি জমি অধিগ্রহণ প্রক্রিয়া অবিলম্বে বাতিল করতে হবে। তাদের আরও দাবী আন্দোলনকারীদের উপর চাপানো মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 







তাদের অভিযোগ,  আদিবাসীদের ভয় দেখিয়ে আন্দোলনে সামিল হতে বাধা দেওয়া হচ্ছে। সরকার উন্নয়ন করতে চাইলে এলাকার রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করুক। এভাবে বেআইনি উচ্ছেদ করা যাবে না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আগামীকাল এই যাত্রা অশোকনগরের উদ্দেশ্যে রওনা দেবে এবং আগামী ১৪ এপ্রিল যাত্রা শেষ হবে রেড রোডে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad