সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- শেষ চৈত্র প্রচণ্ড দাবদাহ।তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে যাচ্ছে। তাই বৃহস্পতিবার থেকে মর্নিং স্কুল চালু হচ্ছে জেলায়। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য বলেন, এই রকমে গরমে বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে। তাই ১৩ এপ্রিল থেকে জেলার সব সরকারি প্রাথমিক স্কুলে মর্নিং সেশন চালু হচ্ছে। ইতিমধ্যেই সব স্কুলে ওই নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়েছে। সকাল সাড়ে ৬ টা থেকে ১১.৩০ পর্যন্ত স্কুল চলবে।
তবে এতে মিডডে মিলের ক্ষেত্রে কোন সমস্যা হবে না।সকাল ৯ থেকে সাড়ে ৯ টার মধ্যে প্রতিটি স্কুলে বাচ্চাদের মিড ডে মিলের খাবার দেওয়া হবে বলে তিনি জানান।
যতদিন এই আবহাওয়া পরিবর্তন না হচ্ছে ততদিনই মর্নিং সেশনে স্কুল খোলা থাকবে।চৈত্রের মাঝামাঝি শেষ বৃষ্টি হয়েছে। ফলে তাপমাত্রা উদ্ধমুখী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রাস্তাঘাট কার্যত সুনসান হয়ে যাচ্ছে। দুপুরে লু বয়ছে।