সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- ফের খুন শক্তিগড় এলাকায়।রক্তাক্ত অবস্থায় এক তরুণের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের শক্তিগড়ের হীরাগাছি এলাকায়।মৃতের নাম তন্ময় মালিক(১৯)।বাড়ি হীরাগাছির ঘোষপাড়ায়।তন্ময় চন্দননগরে থাকতো।আইটিআই পাশ করে।
সোমবার বিকেলে চন্দননগর যাওয়ার জন্য বাড়ি থেকে তন্ময়ের বাবা মোটরসাইকেলে করে হীরাগাছি রেল গেটের কাছে তাকে নামিয়ে দিয়ে যায়। এরপর সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা মাঠের মধ্যে তন্ময়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।খবর যায় তন্ময়ের বাবার কাছে।
মৃতদেহের পাশে তন্ময়ের বন্ধুর একটি ব্যাগ পড়েছিল।তবে বন্ধু পিন্টু মুর্মুর খোঁজ পাওয়া যাচ্ছে না।খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় যান ঘটনাস্থলে। শক্তিগড় থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায়।