তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কাঁকসার বাঁশকোপা এলাকায়।জানা গেছে সোমবার সকাল সাড়ে 9 টা নাগাদ এক বাইক আরোহী জাতীয় সড়ক থেকে কাঁকসার গোপালপুরের রাস্তায় ঢোকার সময় ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত হয়।
খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ পৌঁছে আহতকে উদ্ধার করে।যদিও ঘটনার সময় ডাম্পারের চালক ডাম্পার ছেড়ে পালিয়ে যায়।
জাতীয় সড়কের এমব্যুলেনসে করে গুরুতর আহত বাইক আরোহীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
মৃতের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে কাঁকসা থানার পুলিশ।দুর্ঘটনাগ্রন্থ বাইক ও ডাম্পার টিকে আটক করেছে কাঁকসা থানার পুলিশ।