সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- রাস্তায় কালভার্ট ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ। সমস্যায় নিত্যযাত্রীরা। পূর্ব বর্ধমানের ভাতারের নরজা থেকে কামারপাড়া রোডের কুরম্বা সংলগ্ন এলাকার ঘটনা। এই রাস্তার উপর দিয়ে বনপাস, বামুনাড়া ও মাহাচাঁন্দা গ্রাম পঞ্চায়েতের অধীন প্রায় ১৫ টি গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াত করেন।
মাহাচান্দা অঞ্চলের বাসুদা কুরম্ব সহ একাধিক গ্রামে জমিতে সেচ নালার জল পৌঁছানোর জন্য রাস্তায় কালভার্ট তৈরি করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, মাস খানেক আগে থেকেই ওই কালভার্টে গর্তের সৃষ্টি হয়। যার ফলে নিত্যদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটছিল। দিন পাঁচেক আগে ওই কালভার্টের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বন্ধ হয়ে যায় কুরম্বা বর্ধমান রোডের বাস চলাচল।
কালভার্ট ভাঙ্গার কারণে কুরুম্ব থেকে প্রায় ২ কিলোমিটার আগে এই রুটের দুটি বাস আপাতত বাসুদা থেকে চলছে। কুরম্বা ও সহ একাধিক এলাকার যাত্রীরা তীব্র দাবদাহের মধ্যে পায়ে হেঁটে কিংবা ওই রাস্তার ওপর ঝুঁকি নিয়ে টোটোয় চড়ে বাস ধরতে যাচ্ছেন। যার ফলে চরম সমস্যায় সম্মুখীন হচ্ছেন তারা।
এই নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয়দের দাবি হাজার হাজার নিত্য যাত্রীদের সমস্যা হেলদোল নেই স্থানীয় পঞ্চায়েত প্রধানদের। অবিলম্বে সাঁকোটির সংস্কারের দাবি জানাচ্ছেন তারা।জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু বলেন, খুব তাড়াতাড়ি কালভার্টের সংস্কার করা হবে।