সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমানের খন্ডঘোষ থানার কেশবপুরে লরির সাথে বাইকের সংঘর্ষে আগুন। দমকল গিয়ে আগুন নেভায়।কেউ হতাহত হয়নি।
সোমবার বর্ধমান থেকে খন্ডঘোষের দিকে যাচ্ছিল একটি ফাঁকা লরি। সেসময় উলটোদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।দাউদাউ আগুনে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বর্ধমান থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্বে আনে।