তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- আইআরসিটিসির ফেক আইডি বানিয়ে যাত্রীদের কাছে রেল টিকিট বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পানাগড় আরপিএফ। পানাগড় আরপিএফ পোস্ট ইন্সপেক্টর সঞ্জয় কুমার জানিয়েছেন, সোমবার কাঁকসা থানা এলাকার গোপালপুরে অভিযান চালিয়ে রাজু হালদার (২৩)নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তার কাছ থেকে মোট ৩ টি রেলের নকল টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে। ল্যাপটপ প্রিন্টার মোবাইল ইত্যাদি সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। পানাগড় আরপিএফ পোস্ট ইন্সপেক্টর সঞ্জয় কুমার জানিয়েছেন সূত্র মারফত খবর পেয়ে আরপিএফ ডেপুটি ইন্সপেক্টর অমরজিতের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে ১৪৩ রেলওয়ে আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আসানসোল আদালতে হাজিরা দেওয়া হবে। শ্রী কুমার বলেন, গত বহু বছর ধরে ‘দূর্গা সাইবার ক্যাফে' নামের দোকানের আড়ালে লাইসেন্স ছাড়া আইআরসিটিসির জাল ই-টিকিট বিক্রি করতেন তিনি।