তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলো এক জন।দুর্ঘটনাটি ঘটেছে কাঁকসার বিরুডিহায় জাতীয় সড়কের উপর। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে আহত কে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
জানা গেছে মঙ্গলবার সকালে একটি স্করপিয় গাড়ি কলকাতা থেকে আসানসোল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ট্যাংকারের পিছনে ধাক্কা মারে।স্করপিয় তে চালক ছাড়া আরও এক জন যাত্রী ছিলো। দুর্ঘটনার পরেই গাড়ি ছেড়ে পালিয়ে যায় চালক।গাড়িতে থাকা এক যাত্রী গুরুতর আহত হয়।
খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ও জাতীয় সড়কের কর্মীরা পৌঁছে আহতকে উদ্ধার করে।দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।কাঁকসা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।