তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সোমবার দুপুরে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁকসা অঞ্চলের দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করার পাশাপাশি কাঁকসার রেলপাড় থেকে এদিন কাঁকসা ব্লকের সমস্ত অঞ্চলের যুব সভাপতি ও কাঁকসা ব্লকের যুব সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এদিন অনুষ্ঠানে উপস্থিয়ত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য্য, কাঁকসা ব্লকের তৃণমূলের যুব সভাপতি কুলদীপ সরকার,কাঁকসা ব্লকের সহ সভাপতি হিরন্ময় ব্যানার্জি,জেলা কিষান ক্ষেত মজুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য, জেলা মহিলা তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপ্না বৈদ্য সহ অন্যান্যরা।
যুব সভাপতি কুলদীপ সরকার জানিয়েছেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যুব কমিটিতে বেশ কিছু নতুন মুখ আনা হয়েছে।রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে নিয়ে যুব কর্মীরা বুথে বুথে গিয়ে তারা প্রচার করবেন।কিভাবে তারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন সেই বিষয়ে কর্মীদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।