তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কাঁকসার আড়া কালি নগর এলাকায়।আক্রান্ত সঞ্জয় পালকে তার প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসার পর কাঁকসা থানার পুলিশের দারস্থ হয়েছেন আক্রান্ত ব্যক্তি।
সঞ্জয় পালের অভিযোগ প্রতিদিনের মত সোমবার সকালে তিনি প্রাতঃভ্রমনে বের হয়েছিলেন।বাড়ি ফেরার সময় তারই প্রতিবেশী তাকে হঠাৎই মারধর শুরু করেন।প্রতিবেশীর অটো তে ঢিল মারা হয়েছে এই অভিযোগ তুলে তাকে মারধর করা হয় বলে তার অভিযোগ।দোষী ব্যক্তির শাস্তির দাবিতে কাঁকসা থানায় প্রশাসনের দরস্থ হন তিনি।