সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমানের জামালপুর এলাকার বিপদতারিনী তলায় আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে সকাল ৯:৩০এ পথ অবরোধ শুরু হয়েছে।।তারা জানিয়েছেন এটা তাদের বাংলা বন্ধ কর্মসূচি। মেমারির সাতগেছিয়াতেও অনুরূপ কর্মসূচি হবে।
আদিবাসী মহিলাদের দন্ডি খাটানো কে নিয়ে বিক্ষোভ প্রতিবাদ ৩রাজ্য সহ জামালপুরেও চলছে।।। ঘোষিত কর্ম সূচী অনুযায়ী সকাল ৬ টা থেকে রাত ৬ টা পর্যন্ত বাংলা বন্ধের ডাক দিয়েছেন তারা লক্ষী নারায়ণ মুর্মু জেলা সভাপতির নেতৃত্বে রাস্তা ব্লক কর্ম সূচী।
লক্ষ্মীনারায়ণ মূর্মু জানান;দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আদিবাসী তিন মহিলাকে দণ্ডি খাটানোর প্রতিবাদে তাদের এই বিক্ষোভ । তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে; ঐ ঘটনায় যে গুন্ডারা যুক্ত তাদের গ্রেপ্তার করতে হবে।চা বাগানের আদিবাসীদের সাহায্য করতে হবে। অনাদিবাসীদের আদিবাসী স্বীকৃতি দেওয়া চলবে না। এছাড়াও রাজ্য জুড়ে আদিবাসীদের শিক্ষার প্রসার ঘটাতে হবে।