এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চড়ালো এলাকায়।ঘটনাটি ঘটেছে কাঁকসার দু নম্বর কলোনিতে।মৃত যুবকের নাম বিশ্বজিৎ বৈরাগী।বয়স ২২বছর।
পরিবার সূত্রে জানা গেছে গতকাল রাতে খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমাতে যায় ওই যুবক।শুক্রবার সকালে অনেক ডাকাডাকি করার পরে দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়।
কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় কাঁকসা থানার পুলিশ।কি কারণে মৃত্যু তার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।