সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- চার চাকা গাড়ি করে মোবাইল টাওয়ারে তেল চুরি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল দুই জন।পুলিশ জানায় ধৃতদের নাম শেখ আসাদুল ও শেখ মিলন। ধৃতদের বাড়ি বর্ধমান থানার হাঁটুদেওয়ান পীরতলা এলাকায়।বর্ধমান কাটোয়া রোডের ভূমসোর সংলগ্ন এলাকায় ঘটনা।
ধৃতরা একটি চার চাকা গাড়ি করে বর্ধমান থেকে বর্ধমান কাটোয়া রোড ধরে ভাতাড়ের ভূমসোর সংলগ্ন এলাকায় একটি মোবাইল টাওয়ারে তেল চুরি করতে যায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশকে দেখে ধৃতরা পালানোর চেষ্টা করে।তাদের পিছনে ধাওয়া করে পুলিশ চারচাকা গাড়িসহ তাদেরকে ধরে ফেলে।তাদের কাছ থেকে উদ্ধার হয় ৮০ লিটার ডিজেল তেল।আটক করা হয় চার চাকা গাড়িটিকে।
ভাতারের ভূমসোর সংলগ্ন এলাকায় একটি নীল রঙের চারচাকা গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকে। গোপন সূত্রে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে গাড়িসহ দু'জনকে ধরা হয়। জেরায় ধৃতরা ঘটনার কথা স্বীকার করেছে।তবে এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।