সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- সরকারি বাস থেকে গাঁজা উদ্ধার হল।ঘটনায় পুলিশ একজন পাচারকারীকে আটক করেছে। ধৃতের নাম গদন সেখ।বাড়ি মুর্শিদাবাদে।
শনিবার দুপুরে বর্ধমান থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নবাবহাট বাসস্ট্যাণ্ডে পুলিশ হানা দেয়।তবে পাচারকারীরা পুলিশের চোখে ধূলো দিয়ে কয়েকজন পালিয়ে গেলেও গদন সেখকে পুলিশ বমাল সহ ধরে ফেলে।
ডিএসপি ট্রাফিক (২)রাকেশ চৌধুরী বলেন, দুর্গাপুর বা আসানসোলগামী বাস উদ্ধার হয়। দুটো ব্যাগ ও একটি বস্তায় ৩৪ কেজি গাঁজা পাওয়া যায়। একজনকে পুলিশ আটক করেছে। নিয়ম মেনে ম্যাজিস্ট্রটের উপস্থিত গাঁজা বাজেয়াপ্ত করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া পাচারকারীদের নাগাল পেতে চাইছে পুলিশ।