Type Here to Get Search Results !

সি পি আই এমের রাজ্য নেতা মদন ঘোষের জীবনাবসান,মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর



সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- সি পি আই এমের রাজ্য নেতা মদন ঘোষের জীবনাবসান ঘটেছে। শুক্রবার সকাল ৭ টা নাগাদ বর্ধমান শহরের ভাতছালার  বাসভবনে তার প্রয়াণ ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি তার স্ত্রী ও কন্যাকে রেখে গেছেন।







ছয়েক দশক থেকে যারা অবিভক্ত বর্ধমানের কমিউনিস্ট আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তাদের অন্যতম মদন ঘোষ। গোটা রাজ্যের কৃষক আন্দোলনে তার বিরাট ভূমিকা রয়েছে।তিনি ছিলেন বর্ধমাম জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি।  সি পি আই এমের প্রাক্তন কেন্দ্রীয় কমিটি ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য। দলের প্রাক্তন জেলা সম্পাদক এবং কৃষকসভার রাজ্য নেতাও ছিলেন। 






বর্ধমান জেলার প্রশাসনিক পরিকল্পনা ও উন্নয়নে তার ভুমিকা স্মরণীয়। বয়সের কারণে দলের পদ ছেড়ে দিলেন সক্রিয় ছিলেন কর্মসূচিতে। দলের নেতা অমল হালদার জানান; একটা যুগের অবসান হল। একজন অভিভাবক চলে গেলেন।






আজ তার মৃত্যুর খবর পেয়ে দলে দলে দলের সমর্থক ও অনুরাগীরা পার্কাস রোডের জেলা দপ্তরে আসেন। সেখানে বিকেল পর্যন্ত মরদেহ থাকবে। বিকেলে শ্রদ্ধা নিবেদনের পর মিছিল করে বর্ধমান মেডিকেল কলেজে তার দেহদান করা হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad