Type Here to Get Search Results !

এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো অন্ডালে

 


সোমনাথ মুখার্জী , অন্ডাল :- এক ব্যক্তির রহস্যজনক ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো অন্ডালের সিদুলি রায়পাড়া এলাকায়। শুক্রবার সকাল সাড়ে পাঁচটা থেকে ছয়টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা যায় । 






এদিন সকালে এলাকার মানুষ দেখতে পাই একটা ঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছে এক ব্যক্তি। খবর দেওয়া হয় তার বাড়ির লোকেদের । ঘটনা চলে আসে মৃত রাজু বাসপোরের ভাই রিঙ্কু বাসপোর ।  রিঙ্কু বাসপোর জানায়,এসে দেহ সনাক্ত করে খবর দেওয়া হয় অন্ডাল থানার বন বহাল ফাঁড়ির পুলিশকে। 







মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪২ বলে স্থানীয় সূত্রে জানা যায় । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। সাত সকালে এ ধরনের ঘটনায় শোকস্তব্ধ এলাকা । মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে খতিয়ে দেখছে অন্ডাল থানার পুলিশ ।  ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad