সংবাদদাতা পূর্ব বর্ধমান:- বাইক থেকে পড়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে মালিকের হাতে ফেরালো কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার।পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুলুট এলাকার বাসিন্দা সুরাট আলী শেখ। তিনি মাদ্রাসার শিক্ষক। কাটোয়া বর্ধমান রোড ধরে তিনি বর্ধমানের শোলাপুকুর মাদ্রাসায় যাচ্ছিলেন।ভাতার বাজারে অসাবধানতাবশত তার বাইক থেকে ব্যাগটি পড়ে যায়।
বিষয়টি নজরে আসে ভাতার থানার কর্তব্যরত দেবাশীষ কোণার নামে এক সিভিক ভলেন্টিয়ারের। তৎক্ষণাৎ ওই সিভিক ভলেন্টিয়ার ব্যাগটিকে উদ্ধার করে ভাতার থানায় জমা করেন। ব্যাগের মধ্যে সাড়ে ৮ হাজার টাকা, মাদ্রাসার কিছু নথি, জামাকাপড় ও ঔষুধপত্র ছিল বলে জানা গেছে।
এরপরই ভাতার থানার পুলিশ বিভিন্ন সূত্র ধরে ওই শিক্ষককে ফোন করেন। শিক্ষক ভাতার থানায় গিয়ে তার হারিয়ে যাওয়া ব্যাগটি নিয়ে যান। ব্যাগ ফিরে পেয়ে খুশি হয়ে ওই শিক্ষক।তিনি ভাতার থানার পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।