তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বুধবার সকালে বাঁকুড়ার মেজিয়া এলাকা থেকে গুরুতর আহত অবস্থায়এক বায়ু সেনা জওয়ান উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।এলাকার বাসিন্দাদের অনুমান ওই জওয়ান প্যারাসুট করে নিচে নামার চেষ্টা করেছিল সম্ভবত। সঠিক সময় নিচে নামতে না পারায় মাটিতে নামার পরেই গুরুতর আহত হয়।
পানাগড় বায়ুসেনা ছাউনিতে খবর দেওয়া হলে সেনা জওয়ানের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গেছে।যদিও এই বিষয়ে বায়ুসেনার তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
সূত্র মারফত জানা গেছে গতকাল বিকালে পানাগড় বায়ুসেনা ছাউনিতে বায়ু সেনা ছাউনির জওয়ানদের প্যারাসুট ট্রেনিং চলছিল।সম্ভবত সেই সময় ওই জওয়ান বাঁকুড়ার দিকে চলে যায়।এরপরই আজ ওই জওয়ান উদ্ধার হয়।