তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- অবশেষে বিতর্কের পর বুধবার কাঁকসার অনুরাগপুরে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার ক্যাম্প।বুধবার পানাগড় রেলওয়ে কলোনী হাই স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
বিদ্যালয়ে পরীক্ষা থাকার কারণে সেই ক্যাম্প নিয়ে শুরু হয় বিতর্ক।অবশেষে বিতর্ক এড়াতে তড়িঘড়ি বিকল্প জায়গার খোঁজ শুরু হয়।অবশেষে বুধবার কাঁকসার অনুরাগ পুরে বুধবার দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এদিন দুয়ারে সরকার ক্যাম্পে পরিদর্শন করেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস,কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং সহ কাঁকসা বিডিও অফিসের আধিকারিকরা।