তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- মাছ ধরতে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে কাঁকসার লালবাবা মানা এলাকায়।মৃত ব্যক্তির নাম গোপাল হালদার। বয়স ৫৬ বছর।বুধবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন গতকাল দামোদর নদের চড়ের জলে মাছ ধরতে বেড়িয়েছেন গোপাল বাবু। সন্ধ্যায় বাড়ি না ফেরার খোঁজ খবর শুরু করে পরিবারের লোকজন।এলাকার মানুষ তাকে জলে ভেসে থাকতে দেখে গ্রামে খবর দিলে।
গ্রামবাসীরা তাকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হলে কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে আজ মহকুমা হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠায়।মৃত্যুর কারণ খুঁজতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।