তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে তৃণমূলের ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত হলো।বুধবার থেকে কলকাতায় ধর্ণায় বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।দলের নির্দেশে বৃহস্পতিবার সকালে কাঁকসার গোপালপুরে ধর্ণায় বসেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
এদিন কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত ধর্ণা কর্মসূচিতে যোগ দেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য, এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার কিষান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়জিৎ মন্ডল, কাঁকসা ব্লকের তৃণমূলের বঙ্গ জননী বাহিনীর সভা নেত্রী স্বপ্না বৈদ্য, ব্লকের তৃণমূলের যুব সভাপতি কুলদীপ সরকার সহ তৃণমূলের অন্যান্য সংগঠনের কর্মী সমর্থকেরা।