তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- রহস্য জনক ভাবে নিখোঁজ কাঁকসার এক ব্যবসায়ী। ঘটনাকে কেন্দ্র করে পানাগড় বাজারে চাঞ্চল্য ছড়িয়েছে। জানাগেছে বুধবার সকালে পানাগর থেকে ৩৮ বছর বয়সী শ্রাবন গুপ্তা নামের এক ব্যবসায়ী প্রায় সাড়ে এগারো লক্ষ্য টাকা নিয়ে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেন মহাজনকে টাকা দেওয়ার জন্য।
বিকেল বেলা বাড়ি ফিরে আসার কথা থাকলেও বাড়ি ফিরে না আসায় খোঁজ খবর শুরু করেন পরিবারের সদস্যরা। বিকাল ৪টায় খবর যায় পানাগড় বাজারের ব্যবসায়ী সমিতির কাছে।বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা এবং বাজারের ব্যবসায়ীরা ওই ব্যবসায়ীর খোঁজে কাঁকসা থানার পুলিশের দারস্ত হন। এদিন সকালে কাঁকসা থানায় নিখোঁজের অভিযোগ জানায় পরিবার।
পানাগড় বাজারের ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে নাকি রহস্যজনকভাবে নিরুদ্দেশ হয়েছে তার সঠিক কারণ কেউ জানাতে পারেন নি।কাঁকসার এসিপি সুমন জয়সওয়াল জানিয়েছেন শেষ লোকেশন তার ঝাড়খণ্ড পাওয়া গেছে।লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত চলছে।