তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বৃহস্পতিবার দুপুরে পানাগর বাজারে সকলের মঙ্গল কামনায় হনুমান মন্দিরে পুজো দিয়ে সাধারণ মানুষের সাথে বসে খিচুড়ি ভোগ খেলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ এসএস আলু ওয়ালিয়া।এদিন হনুমান মন্দিরে পুজো দিয়ে সকলের সাথে মাটিতে বসে খিচুড়ি ভোগ খেতে দেখা যায় সাংসদকে।
রামনবমী উপলক্ষে পানাগড় বাজারের রেল স্টেশন সংলগ্ন হনুমান মন্দিরে রামনবমীর পুজো উপলক্ষে কয়েক হাজার ভক্তের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছিল। মন্দিরে পুজো দেওয়ার পরেই তিনি সোজা বসে পড়েন খিচুড়ি ভোগ খেতে।
সাংসদ জানিয়েছেন গত বছর তিনি পানাগড়ে রামনবমীর দিন এসেছিলেন ঠিকই। সেদিন তিনি শোভাযাত্রায় অংশগ্রহণ করে চলে গিয়েছিলেন। কিন্তু মন্দিরে তার পূজো দেওয়া হয়নি। তাই এ বছর তিনি মন্দিরে এসে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করলেন।তার সাথে সকলের সাথে মাটিতে বসে খিচুড়ি খেয়ে তিনি এটাই সবাইকে বুঝিয়েছেন তিনি তাদেরই সাংসদ।
তিনি বলেন আজকের দিনে রাম ভক্ত হয়ে উগ্র হওয়ার দরকার নেই। নম্র হয়ে রামকে নিজের হৃদয়ে নামাতে হয়।নম্র হয়ে যদি কেউ রামকে নিজের হৃদয়ে নামিয়ে নিতে পারে তবে সে সমাজের ভালো করতে পারবে।