সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- রীতিমতো ঢাকঢোল পিটিয়ে শোকজ জমা দেবার মহোৎসব পালন করলেন পূর্ব বর্ধমানের রাজ্য সরকারের নীতির বিরুদ্ধতাকারী শিক্ষক শিক্ষাকর্মীরা। আজ তারা মহাসমারোহে জমায়েত হয়ে ডি আই কে শো কজের জবাব জমা দিয়ে গেলেন৷
মঙ্গলবার দুপুরের পর জেলার নানা প্রান্তের শিক্ষ শিক্ষাকর্মী ও গ্রন্থাগারিক জমায়েত হয়ে মিছিল করে। কাড়া নাকাড়া; কবিতা ছড়া শ্লোগানে হৈচৈ করে তারা শোকজ জমা দিয়ে যান। গত ১০ মার্চ রাজ্য জুড়ে সংগ্রামী মঞ্চের ডাকা ধর্মঘটে এঁরা অংশ নিয়েছিলেন। তাদের অনেককেই শো কজ করা হয়েছে। জেলায় শো কজ করা হয়েছে ২৫০০ কর্মচারিকে।
আন্দোলনকারীদের রাজ্য নেতা বৈদ্যনাথ দত্ত জানান; ধর্মঘট মৌলিক অধিকার। গত ১৯৮০ সালে তা স্বীকৃত হয়েছে। এই ধর্মঘটে দেড় লাখ কর্মী অংশ নিলেও ২৮০০০ জনকে শো কজ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
তারা নিজেদের ' সৌভাগ্যবান' মনে করছেন।নির্দিষ্ট দাবিতে এই ধর্মঘট নিয়ম মেনেই ডাকা হয়েছিল।