তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কারখানা খোলার দাবিতে তৃতীয় দিনে পড়লো শ্রমিকদের আন্দোলন।গত ৩দিন ধরে কারখানা খোলার দাবিতে কারখানার গেটের সামনে শ্রমিকরা আন্দোলন শুরু করলেও বুধবারও মিললো না কোনো সমাধান।দিন হোক বা রাত কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ থেকে সোরেন নি শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ কাঁকসার মিনি বাজার সংলগ্ন স্প্রিং পাতি তৈরির বেসরকারি ওই কারখানায় শ্রমিকরা কেউ ২৫ বছর কেউ তারও বেশি সময় ধরে কাজ করছে।গত ৩মাস ধরে বন্ধ কারখানা।কারখানা কর্তৃপক্ষ কারখানা কোনো ভাবেই খোলা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।
শ্রমিকদের অভিযোগ তারা কারখানা কর্তৃপক্ষ এখনো তাদের সাথে কোনো ভাবে যোগাযোগ করে নি।শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে তৃণমূল নেতৃত্ব পাশে দাঁড়িয়ে আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ হয় নি।
শ্রমিকদের এই আন্দোলনের বিষয়ে পানাগড় থেকে বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা বলেন গোটা রাজ্যই ধর্ণায় বসে গেছে। যারা আগামী প্রজন্মকে তৈরি করবে সেই শিক্ষকরা ডি এ পাচ্ছে না।তারা ধর্ণায় বসে রয়েছে। এই সরকার যতদিন পশ্চিমবঙ্গে থাকবে ততদিন পশ্চিমবঙ্গ কে ভুগতে হবে।