সংবাদদাতা,পূর্ববর্ধমান:- নিষিদ্ধ ড্রাগ পাচার চক্রের পর্দাফাঁস।উদ্ধার হল প্রচুর পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সিডিল।ঘটনায় বর্ধমান থানার পুলিশ দু'জনকে গ্রেফতার করেছে।
উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে মুর্শিদাবাদের ডোমকলে পাচারের উদ্দেশ্যে বর্ধমান থানার পালিতপুর রোডের বীরপুরে গাড়ি বদল করার সময় গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ম্যাজিষ্ট্রেট পর্যায়ের আধিকারিকের উপস্থিতিতে বর্ধমান থানার পুলিশ অভিযান চালায়।
উদ্ধার হয় প্রায় ৪ হাজার ৪০০ বোতল নিষিদ্ধ ড্রাগ ফেন্সিডিল।জিজ্ঞাসাবাদে কোনো রকমের বৈধ কাগজ দেখাতে না পারায় পুলিশ সেগুলিকে বাজেয়াপ্ত করে ও দুই গাড়ির চালককে গ্রেফতার করে। বুধবার ধৃত দু'জনকে বর্ধমান আদালতে তোলা হয়।