তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- দীর্ঘদিন ধরে আটকে থাকা জলাশয় সংস্কারের কাজের সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার।শনিবার দুপুরে কাঁকসার আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনন্দপুর গ্রামের কৃষকদের চাষের কাজের সুবিধার্থে জলাশয় সংস্কারের কাজের সূচনা করেন পঞ্চায়েত মন্ত্রী। এছাড়াও ছিলেন কাঁকসার বিডিও পর্ণা দে, কাঁকসার আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এবং এলাকার বিশিষ্টজনেরা।
মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন গ্রামের শেষ প্রান্তে একটি জলাশয় রয়েছে সেই জলাশয় টি দীর্ঘদিন ধরে সংস্কারের কাজ আটকে ছিল। আজ থেকে ওই জলাশয় সংস্কারের কাজ শুরু করা হয়।তিনি জানিয়েছেন কৃষকদের জন্য জল সংরক্ষণ করে পরে তা যাতে কৃষকদের চাষের কাজে লাগে সেই কারণেই পুরনো ওই জলাশয় টিকে সংস্কার করে যাতে আরো বেশি পরিমাণে জল ধরে রাখা যায় তারই কাজের সূচনা করা হলো আজ।
কাঁকসা ব্লকে মোট ১০ টি জলাধার বা জলাশয় সংস্কার করা হয়েছে।একদিকে যেমন এই জলাশয় থেকে কৃষকরা চাষের জন্য জল পাবেন অপরদিকে উদ্যোগী ব্যক্তিরা যারা মাছ চাষ করতে চায় সেই সমস্ত জলাশয়ে মাছ চাষের জন্য বিকল্প ব্যবস্থাও করা হয়েছে।