তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ল একটি পাথর বোঝাই কন্টেনার।ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাত্রে কাঁকসার পিয়ারি গঞ্জ এলাকায়।
বাড়ির বাসিন্দা রাজেশ ভকত জানিয়েছেন রাত্রে তারা খাওয়া-দাওয়া করে বাড়ির মোট পাঁচজন সদস্য বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন ভোররাত্রি নাগাদ হঠাৎ নিকট শব্দ শুনতে পেয়ে সকলেই বাড়ির ছেড়ে বাড়ির বাইরে চলে আসে।
তারা দেখতে পান একটি পাথর বোঝাই কন্টেনার ইলামবাজার থেকে পানাগর আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির দেয়াল ভেঙে বাড়ির ভেতর ঢুকে পড়ে।বাড়ির সদস্যরা কেউ আহত না হলেও কন্টেনারের চালক আহত হয়।
দুর্ঘটনার খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কন্টেনার থেকে পাথর সরিয়ে কন্টেনারটিকে অন্যত্র সরানোর চেষ্টা চালায়।