তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য চড়ালো কাঁকসার পলাশডাঙা এলাকায়।মৃত যুবকের নাম সন্দীপ চৌধুরী।২৫বছর বয়সী সন্দীপ চৌধুরী কাঁকসার একটি বেসরকারি কারখানার শ্রমিক ছিলেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন গতকাল রাতে খাওয়াদাওয়ার পর সে নিজের ঘরে শুতে চলে যায়।পরিবারে কারোর সাথে কোনো অশান্তি হয় নি।রাতে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আশেপাশের প্রতিবেশীদের খবর দেয়।খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে।
কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে।ঘটনার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।