তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়ন ও AIUTC ইউনিয়নের পক্ষ থেকে মঙ্গলবার দুপুর ১টায় কাঁকসা ট্রাফিক গার্ডের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় মোটর ভ্যান চালকরা।তাদের দাবি কাঁকসা দুর্গাপুর সহ আশেপাশের এলাকায় বহু মানুষ আছেন যারা মোটর ভ্যান চালিয়ে রোজগার করেন।
কিন্তু রাস্তায় বেরোলে পুলিশ অনৈতিক ভাবে তাদের আটকে নানান ভাবতে তাদের সমস্যায় ফেলে।মিথ্যা ভাবে তাদের জরিমানা করে পুলিশ।দুটি মোটর ভ্যান আটক করেছে মামরা বাজার এলাকায়। সেই দুটি মোটর ভ্যান না ছাড়া হলে ওই দুই মোটর ভ্যান চালককে আর্থিক অনটনের মধ্যে পড়তে হয়েছে।
পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে আরও বড় আন্দোলনে তারা নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।খবর পেয়ে কাঁকসার এসিপি সুমন জয়সওয়াল ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সাথে আলোচনায় বসেন।