তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- বকেয়া সহ মহার্ঘ ভাতা, স্বচ্ছতার সঙ্গে শূন্য পদে নিয়োগ, সম কাজে সমবেতন সহ একাধিক দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার বিকালে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে বিভিন্ন বাম সংগঠনের যৌথ উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় যোগ দেন বিভিন্ন বাম সংগঠনের কর্মী সমর্থকরা, নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সদস্যরা, এস এস কে এবং এম এস কে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
এদিন এসএসকে এবং এম এস কে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাদের বেতন বৃদ্ধির দাবি জানায় পথসভা থেকে।বাম কর্মীরা জানিয়েছেন সরকারি কর্মচারী ও শিক্ষকদের বকেয়া D A প্রদান সহ সরকারি শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ, প্রাথমিক এসএসকে, এবং এমএসকে ও উচ্চ প্রাথমিক বিদ্যালয় গুলি বন্ধ করার চক্রান্তের প্রতিবাদ জানানো হয় এই সভা মঞ্চ থেকে।