তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যা ৬টা নাগাদ পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের ওপর কাঁকসার পিয়ারীগঞ্জ এলাকায়।স্থানীয়রা জানিয়েছেন তেলি পাড়ার বাসিন্দা অশোক গাঙ্গুলি রাস্তা পারাপার করার সময় লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
দুর্ঘটনার জেরে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। বারবার ওই এলাকায় দুর্ঘটনা ঘটার জন্য স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।
স্থানীয়দের অবরোধের জেরে রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করার পর রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয়দের অভিযোগ রাস্তা মেরামতের কাজ চলা কালীন রাস্তায় কোনো ট্রাফিক ব্যবস্থা না করার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসার এসিপি সুমন জয়সওয়াল।