সংবাদদাতা, অন্ডাল:- দীর্ঘ কুড়ি ঘন্টা পর দামোদর নদী থেকে উদ্ধার হল নিখোঁজ যুবকের দেহ। গতকাল সন্ধ্যার পর অন্ডালের ১১ নম্বর রেল কলোনির বাসিন্দা সৈকত চন্দ র দামোদরের তলিয়ে যাওয়ার খবর আসে। রাত্রি হয়ে যাওয়ায় বিপর্যয় মোকাবেলার দল তল্লাশি শুরু করতে পারেনি।
সকাল থেকেই পুলিশের বিপর্যয় মোকাবেলার দল দামোদর নদীতে তলাশী চালায়। দীর্ঘ কুড়ি ঘন্টা তলাশীর পর অবশেষে দামোদর নদ থেকে উদ্ধার হল সৈকত চন্দর নিথর দেহ। এদিকে মৃতদেহ উদ্ধার হওয়ায় শোকের ছায়া পরিবার তথা এলাকায়। কিভাবে মৃত্যু হল এর পিছনে কি কারণ রয়েছে সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।