তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- আধার কার্ড তৈরি করার নাম করে গ্রাহকদের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠল একটি বেসরকারি সংস্থার আধিকারিকের উপর।স্থানীয়দের অভিযোগ পানাগড় বাজারের দার্জিলিং মোড় সংলগ্ন বিএসএনএল অফিসের গত কয়েক মাস আগে শুরু হয় আধার কার্ড তৈরি ও সংশোধন করার নতুন একটি কাউন্টার।পানাগড়ের এক বাসিন্দার অভিযোগ তিনি সকালে তার আধার কার্ড সংশোধন করার জন্য আসলে তাকে দুশো টাকা দেওয়ার কথা বলেন ওই একাধিকার।
কি কারনে তার কাছ থেকে ২০০ টাকা নেওয়া হচ্ছে এই বিষয়ে জানার চেষ্টা করলে তার সাথে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। এলাকার বহু মানুষের কাছ থেকে বেআইনিভাবে ২০০ টাকা করে নেওয়া হয় বলে অভিযোগ তার। স্থানীয়রা এর প্রতিবাদ জানালে বিএসএনএল অফিসের সামনে উত্তেজনার সৃষ্টি হয়।
যদিও এই বিষয়ে বিএসএনএল দপ্তরের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিএসএনএল আধিকারিকরা।খবর পাওয়ার পর সংবাদ মাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধার কার্ডের ওই কাউন্টারে বসে থাকা আধিকারিককে কি কারণে ২০০ টাকা নেওয়া হোচ্ছে সেই প্রশ্ন করতে গেলে ছবি তুলতে বাধা দেন ওই আধিকারিক এবং সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করার পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মীদের দপ্তর থেকে বের করে দেওয়া হয়।