তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক ব্যক্তির দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে পানাগড়ের রেল পাড় ট্যাংকি তলায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।শুক্রবার সকালে কার্তিক ঘোষ নামের এক মুরগি ব্যবসায়ী সকালে খবর পান তার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
ঘটনার পর তিনি ছুটে গিয়ে দেখেন তার দোকানের সমস্ত সরঞ্জাম পুড়িয়ে দেওয়া হয়েছে। কে বা কারা তার দোকান পুড়িয়ে দিয়েছে তা তার জানা নেই।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।পানাগড় স্টেশন সংলগ্ন ওই এলাকায় রেলের জমির উপরেই ফুটপাতে বহু ব্যবসায়ী ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে। গত কয়েকমাস আগেই তিনি মুরগির ব্যবসা শুরু করেন।
স্থানীয়দের অভিযোগ পানাগড় স্টেশন সংলগ্ন এলাকায় যেখানে রেল পুলিশের নজরদারি থাকার কথা সেই এলাকায় যদি একজন ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দেওয়া হয় তবে যেকোনো সময় ট্রেন থেকে নেমে বাড়ি ফেরার পথে ট্রেনের যাত্রীরা আক্রান্ত পারেন দুষ্কৃতীদের হাতে।
রেল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা।কাঁকসা থানার পুলিশের কাছে অভিযোগ জানিয়ে ঘটনার সাথে যারা যুক্ত তাদের কঠোরতম শাস্তির দাবি জানাবেন বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।